Posted onAuthorবঙ্গনিউজComments Off on বিশ্বজুড়ে ব্যাহত চ্যাটজিপিটির পরিষেবা
বিশ্বজুড়ে ব্যাহত হল চ্যাটজিপিটির পরিষেবা। এদিন বিশ্বজুড়ে ব্যবহারকারীরা এই সমস্যার কথা জানিয়েছেন। এই ধরনের সমস্যার উপর নজরদারি চালায় সংস্থাটি। দেওয়া তথ্যানুযায়ী, প্রায় ১০ লক্ষ ব্যবহারকারী এই অভিযোগ জানিয়েছেন।
নির্দিষ্ট সময়ের আগেই পৃথিবীর তৃতীয় কক্ষপথ পার করল আদিত্য-এল ১। বর্তমানে ভারতের এই মহাকাশযানটি ২৯৬ কিমি X ৭১ হাজার ৭৬৭ কিমির একটি উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র বা ইসরো তাদের এক্স হ্যান্ডেলে এই সংবাদ দিয়েছে। ভারতের বেঙ্গালুরু, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা এবং পোর্টব্লেয়ার ছাড়াও মরিশাস থেকে আদিত্যের কক্ষপথ পর্যবেক্ষণ করা হচ্ছে নিয়মিত। তারাই […]
ভারতে জাল লোনের অ্যাপ ক্রমশ জাল বিস্তর করছে। রিজার্ভ ব্যাঙ্ক বা ভারতীয় অর্থমন্ত্রকের কোনও নিয়ম না মেনেই চড়া সুদে অনলাইনে ঋণ দেয় ওই ধরনের অ্যাপগুলি। এই ফাঁদে পড়ে ভারতের বেশ কয়েক হাজারের বড় ক্ষতি হয়ে গিয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে সংসদে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানালেন, ২০২১ সালের […]
এবার চন্দ্রযান ৪ নিয়ে কাজ শুরু করে দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। আগামী চার বছরের মধ্যেই চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসার জন্য পারি দিতে পারে চন্দ্রযান ৪। আপাতত সেই টার্গেট নিয়েই এগোচ্ছে ইসরো। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে একথা জানিয়েছেন ইসরোর চেয়ারপার্সন এস সোমনাথ। ২০৪৭ সালে যখন স্বাধীনতার শতবর্ষ পূর্তি হবে, তখন ইসরো কোন […]