অল্পের জন্য রক্ষা পেলেন ছত্তীসগড়ের কংগ্রেস বিধায়ক বিক্রম মান্ডবী। মঙ্গলবার বিকেলে, বিজাপুর জেলার পাদেদা গ্রামের কাছে তার কনভয়ে হামলা চালায় মাওবাদীরা। বিধায়কের কনভয়ে ছিলেন পঞ্চায়েত সদস্য পার্বতী কাশ্যপও। মাওবাদী হামলাকারীরা তার গাড়ি লক্ষ্য করেও গুলি চালায়। তবে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কনভয়ে থাকা সকলেই অক্ষত আছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এই ঘটনার পরই ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের সন্ধানে পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে। জানা গিয়েছে, এদিন ছত্তিশগড়ের বিজাপুরে কংগ্রেস বিধায়কের এক জনসভা ছিল। সেই জনসভা থেকে ফেরার সময়ই তাঁর কনভয়ে এই ভয়ঙ্কর হামলা হয়। পুলিশ বলেছে, “বিজাপুরের বিধায়ক বিক্রম মান্ডবী একটি জনসভায় যোগ দিয়ে ফিরে আসছিলেন। তিনি নিরাপদে বিজাপুর জেলা সদরে পৌঁছেছেন। এলাকায় মাওবাদীদের কর্মকাণ্ড সম্পর্কে তদন্ত করা হচ্ছে।”