জেলা

মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে ৩ দিনের সফরে গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী, পুজো দিলেন কপিলমুনির আশ্রমে

আগামী ১৪ জানুয়ারি সরকারি ভাবে খাতায় কলমে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তার আগে মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন ৩ দিনের সফরে সেখানে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরে পৌঁছেই মুখ্যমন্ত্রী চলে যান কপিলমুনির আশ্রমে। সেখানে তিনি পুজো দেওয়ার পাশাপাশি ঘুরে দেখেন যে মেলা চলাকালীন সময়ে পূণ্যার্থীরা আশ্রমে কোন রাস্তা দিয়ে আসবেন, কীভাবে তাঁরা পুজো দেবেন, সেই সময় কোভিড বিধি ঠিকভাবে মানা যাবে কিনা এই বিষয়গুলি। উল্লেখ্য সোমবারই গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনা, পরিকাঠামো ও পরিষেবাগত বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রী নবান্নে এক

উচ্চপ্ররযায়ের বৈঠক করেন। এরপরেই এদিন পা বাড়িয়েছে গঙ্গাসাগরের বুকে। বুধবার তাঁর একটি প্রশাসনিক বৈঠকও থাকছে জেলার আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে। এদিন মুখ্যমন্ত্রী কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে বেশ কিছক্ষণ সেখানকার মঠাধক্ষ্যের সঙ্গে কথা বলেন। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘বিশ্বের মধ্যে গঙ্গাসাগরই একমাত্র মেলা যার সঙ্গে এখনও সড়ক ও রেল যোগাযোগ গড়ে ওঠেনি। আমি ব্যক্তিগত ভাবে প্রধানমন্ত্রীকে বহুবার চিঠি দিয়েছি কুম্ভমেলার মতো গঙ্গাসাগর মেলাকেও জাতীয় মেলার স্বীকৃতি দিতে। কিন্তু কেন্দ্র সেই সব চিঠির কোনও উত্তরই দেয়নি। আমি অপেক্ষা করে যাব সেই সব চিঠির জবার পাওয়ার জন্য। আগে তো গঙ্গাসাগরে থাকার জায়গাও ছিল না। আমরা সব করে দিয়েছি।’