কলকাতা

সাগরদিঘিতে রাম-বাম-কংগ্রেস-বিজেপির অনৈতিক জোট, হারের পর প্রতিক্রিয়া মমতার

অনৈতিক জোট, হারের জন্য কাউকে দোষ দেব না, সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হারের পর এমনই প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । শুধু তাই নয়, আগামী দিনে বাংলার মাটিতে তৃণমূল একাই রাম-বাম-কংগ্রেসের রামধনু জোটের বিরুদ্ধে লড়াই করবে সেটাও এদিন জানিয়ে দিয়েছেন মমতা। বৃহস্পতিবার নবান্নের সভাঘর থেকে মমতা বলেন, তৃণমূলকে উৎখাত করতে বিরোধীদের জোটবদ্ধ হতেই হবে। বাম-কংগ্রেস-বিজেপির বিরুদ্ধে লড়াইেয়র জন্য তৃণমূল একাই যথেষ্ট। এই পরাজয় থেকে শিক্ষা নেবে তৃণমূল। সাধারণত উপনির্বাচনে জয় হয় শাসকদলেরই। কিন্তু এদিনের এই পরাজয় আসন্ন পঞ্চায়েত ভোটে অনেকটাই প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ২০২১ সালে বিপুল শক্তি নিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর এই প্রথম কোনও উপনির্বাচনে হার তৃণমূলের। তাও আবার রাজ্য বিধানসভায় শূন্য কংগ্রেসের কাছে।