বিদেশ

রাষ্ট্রদূতের অনুরোধ সত্ত্বেও ফার্স্ট ক্লাসে উঠলেন না মুখ্যমন্ত্রী

মাদ্রিদ সফর শেষে রবিবার ট্রেনে রওনা দেবেন অন্য শহর বার্সিলোনার উদ্দেশে। স্পেনীয় সময় অনুযায়ী দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি রওনা দেন। গন্তব্য ঘণ্টা তিনেক দূরের শহর। ৩.৪০ নাগাদ  বার্সিলোনায় থামবে ট্রেন।  সেখানেই আজ প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলার মুখ্যমন্ত্রী। গত কয়েকদিনের সফরে ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি সম্পন্ন হয়েছে। বার্সিলোনা পৌঁছেও পরপর কর্মসূচি রয়েছে তাঁর। আপাতত মাদ্রিদ থেকে আর পাঁচজন  সাধারণ যাত্রীর মতোই ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টে এক শহর থেকে অন্য শহরে সফর করছেন তিনি। স্টেশনে আসতেই ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েক মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন ফার্স্ট ক্লাসে ওঠার জন্য। কিন্তু রাষ্ট্রদূতের অনুরোধ সত্ত্বেও মুখ্যমন্ত্রী ট্রেনের ফার্স্ট ক্লাসে চাপলেন না। সাধারণ শ্রেণিতেই চললেন মাদ্রিদ থেকে বার্সেলোনা। এখানেই তিনি অন্যদের চেয়ে আলাদা। মানসিকতায় ব্যতিক্রমী।