বিদেশ

ভারতীয় সংবাদপত্র ও ওয়েবসাইটের অ্যাক্সেস বন্ধ করে ভারতকে পালটা জবাব চিনের

লাদাখ ইস্যুতে ক্রমশই অবনতি হচ্ছে ইন্দো-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক। সোমবার রাতেই দেশের সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ৫৯টি চিনা অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। সেই খবর পেয়েই উদ্বেগ বাড়তে থাকে চিনের বিদেশমন্ত্রকের। তারপরই মোদি সরকারের এই সিদ্ধান্ত পরে চিনে ভারতীয় সংবাদপত্র এবং ওয়েবসাইটের অ্যাক্সেস বন্ধ করল জিনপিং সরকার। এবার থেকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কিংবা ভিপিএন সার্ভার ছাড়া ভারতীয় সংবাদমাধ্যমের কোনও ওয়েবসাইটই চিনে বসে দেখা যাবে না। সংবাদসংস্থা সূত্রে খবর, মঙ্গলবার থেকেই ভারতীয় ওয়েবসাইটগুলির অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে চিনের সর্বত্র। তবে, ভারত কিন্তু ব্যক্তিগত তথ্য বেহাত না হওয়ার স্বার্থে চিনা অ্যাপ বন্ধ করলেও চিনা ওয়েবসাইটগুলির ক্ষেত্রে কোনওরকম বিধিনিষেধ এখনও অবধি আরোপ করেনি। ফলে, ভারতে বসে চিনা সাইটগুলি অনায়াসেই অ্যাক্সেস করা যাচ্ছে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, চিন ভারতীয় ওয়েবসাইটের অবাধ প্রবেশাধিকারে রাশ টানলেও এখানকার টিভি চ্যানেলগুলি কিন্তু এখনও পর্যন্ত আইপি টিভির মাধ্যমে অ্যাক্সেস করা যাচ্ছে সেখানে।