বিদেশ

জেল হেফাজতে অসুস্থ চিন্ময়কৃষ্ণ দাস প্রভু!

বাংলাদেশের জেল হেফাজতে অসুস্থ চিন্ময়কৃষ্ণ দাস। প্রেসার সুগার ফল করেছে বলে সূত্রের খবর। জেলে এসে কাল দেখে গেছেন ডাক্তাররা। জেলের ভিতরের সঠিক খবর দেওয়া হচ্ছে না। শোনা যাচ্ছে। চিন্ময়কৃষ্ণ দাস অসুস্থ রাধারমণ দাস। বিস্তারিত তথ্য দিচ্ছে না ইউনূস প্রশাসন রাধারমণ দাস। চিন্ময়কৃষ্ণ দাসের জামিন শুনানি ২ জানুয়ারি। বাংলাদেশে আদালতে শুনানির আগে অসুস্থ চিন্ময়কৃষ্ণ দাস।  চট্টগ্রামের জেলে তিনি ঠিকমতন চিকিৎসা পাচ্ছেন না এমনই অভিযোগ করেছে বাংলাদেশের হিন্দু সংগঠনগুলি। নতুন বছরে ২ জানুয়ারি তাঁর জামিন মামলার শুনানি। তার আগেই এইভাবে অসুস্থতার খবরে উদ্বেগ বাড়ল।  প্রায় দেড় মাস ধরে দেশদ্রোহ মামলায় জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। পতাকা অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহ মামলা দায়ের করেছে ইউনূস সরকার। চট্টগ্রামের কারাগারে বন্দি করা হয়েছে তাঁকে। মেলেনি জামিন। বারবার পিছিয়ে শুনানি। পরবর্তী শুনানি আগামী ২ জানুয়ারি।