জেলা

মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনে সিআইডি-র জালে মূল অভিযুক্ত

মঙ্গলকোটে তৃণমূল নেতা অসীম দাস খুনের মামলায় গ্রেফতার এক। ধৃতের নাম রফিক শেখ। গুসকরা থেকে সিআইডি তাঁকে গ্রেফতার করে। তদন্তে জানা গিয়েছে, খুনের মামলায় অন্যতম অভিযুক্ত রফিক। জেরায় জানা গিয়েছে, খুনের দিন ঘটনাস্থলের আশেপাশেই ছিলেন রফিক শেখ। খুনের জন্য আরও এক জনকে নিয়োগ করা হয়েছিল। দূর থেকে গোটা বিষয়টির ওপর নজর রেখেছিলেন রফিক। ‘অপারেশন সাকসেস’ হওয়ার পর থেকেই এলাকা ছাড়েন। বেশ কিছুদিন বাইরে থাকেন। পরে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন তিনি।