দীর্ঘ আড়াই বছর আগে মাথায় গুলিবিদ্ধ হয়ে রহস্যজনক ভাবে মৃত্যু শুভেন্দুর প্রাক্তন নিরাপত্তারক্ষীর। শুভব্রত চক্রবর্তীর মৃত্যুতে গত ৭ জুলাই তাঁর স্ত্রী পুলিশের কাছে একটি মামলা করেন। তাঁর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী জানান, শুভব্রত’র মৃত্যু রহস্যজনক ও তদন্তসাপেক্ষ। আর সেই ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের কাছ থেকে নিয়েছেন সিআইডির অফিসাররা। আর আজকেই ঘটনার তদন্তের জন্য শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জের সামনে হাজির হয়েছিলেন সিআইডির গোয়েন্দারা। কাঁথিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর শান্তিকুঞ্জের বাড়ির ঠিক উল্টোদিকে পুলিশ ব্যারাকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলিবিদ্ধ হন শুভব্রত। আজ সেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন সিআইডি’র একটি দল। প্রায় একঘণ্টা সরেজমিনে খতিয়ে দেখেন তারা। এদিন শান্তিকুঞ্জের উল্টোদিকেই সিআইডির টিম দেখে চমকে যান অনেকে। তদন্তের সময় সেই ব্যারাকে হাজির হন শুভেন্দুর ভাই তথা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। জানা গিয়েছে, সিআইডির গোয়েন্দাদের সঙ্গে কোথাও হয় তাঁর। এই ঘটনার তদন্তে গত সোমবার মহিষাদলের সরবেড়িয়া গ্রামে সুপর্ণার বাড়িতে যায় সিআইডি-র চার সদস্যের একটি দল। পাঁচঘণ্টা ধরে টানা সুপর্ণা ও তাঁর দাদাকে শুভব্রত’র মৃত্যু নিয়ে জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গিয়েছে।