জেলা

বাঁকুড়ায় শিশুপাচার কাণ্ডের তদন্তে সিআইডি

বাঁকুড়ার স্কুল থেকে শিশুপাচার কাণ্ডের তদন্তে নামল সিআইডি। সূত্রের খবর, শনিবার বাঁকুড়া রওনা দেবেন তদন্তকারীদের ৫ জনের একটি দল। প্রথমে বাঁকুড়া থানা থেকে এই সংক্রান্ত তদন্তের অগ্রগতির রিপোর্ট নেবেন তাঁরা। তারপর ঘটনাস্থল অর্থাৎ বাঁকুড়া ১ নং ব্লকের কালাপাথর এলাকার জওহর বিদ্যালয়ে পরিদর্শন করবেন সিআইডি প্রতিনিধিরা। এই বিদ্যালয়ের আড়ালেই শিশু পাচারের মতো গুরুতর অভিযোগ উঠেছে। গ্রেপ্তার হয়েছে স্কুলের প্রিন্সিপাল, শিক্ষক-সহ মোট ৫ জন। এই পাচারের কতদূর বিস্তৃত, তা জানতে এবার কাজে নামছে রাজ্যের তদন্তকারী সংস্থা।