দেশ

সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে সংঘর্ষ বেঙ্গালুরুতে, মৃত ২, গ্রেপ্তার ১১০, জারি ১৪৪ ধারা

এক কংগ্রেস বিধায়কের ভাগ্নে সোশ্যাল মিডিয়ায় পোস্টটি করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া সেই কুরুচিকর মন্তব্যকে কেন্দ্র করে গতকাল রাতে রণক্ষেত্র হয়ে উঠল বেঙ্গালুরু। বেধে যায় সংঘর্ষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পড়ে মঙ্গলবার রাতে কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির বাড়ির সামনে জড়ো হয় বহু মানুষ। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে।উত্তেজিত জনতা কংগ্রেস বিধায়কক আখান্দা শ্রীনিবাস মূর্তির বাসভবন লক্ষ্য করে পাথর ছোঁড়ে। ২-৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর, ডিজে হাল্লি থানায় গিয়ে ভাঙচুর চালায় হামলাকারীরা। ডিজে হাল্লি এবং কেজি হাল্লি দুই থানায়ও ছোঁড়া হয় পাথর। সংঘর্ষে পুলিসের গুলিতে মৃত্যু হয় ২ জনের। পাশাপাশি জখম হয়েছেন প্রায় ৬০ জন পুলিসকর্মীও। অন্যদিকে, কুরচিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। তবে, ধৃত যুবক দাবি করেছেন, তিনি সেই পোস্ট করেননি এবং তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। পুলিস জানিয়েছে, সংঘর্ষের জন্য ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে। আপাতত গোটা বেঙ্গালুরুতেই বলবৎ করা হয়েছে ১৪৪ ধারা। ডিজে হাল্লি এবং কেজি হাল্লি থানা এলাকায় জারি করা হয়েছে কার্ফুও।