ক্রাইম দেশ

অন্ধ্রপ্রদেশে ধর্ষণে অন্তঃসত্ত্বা দশমের ছাত্রী, সন্তান প্রসবের পর মৃত্যু

ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল দশম শ্রেণির ছাত্রী। সম্প্রতি গুরুতর অসুস্থ অবস্থায় ১৬ বছরের ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্তান প্রসবের পর মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার গত রবিবারের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিস। পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কয়েকমাস আগে ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। কিন্তু পরিস্থিতির অবনতি ঘটায় দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। সেখানেই একটি পুত্র সন্তানের জন্ম দেয় নাবালিকা। এরপরই তার শরীরে রক্তাল্পতা, ফুসফুসের সংক্রমণ সহ নানা সমস্যা দেখা দেয়। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।