কলকাতা

রাজ্য পুলিশের ওয়েলফেয়ার ফোরাম, নিয়োগ, পদোন্নতি, ভাতাবৃদ্ধি সহ একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ নবান্নে রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে সেসব সিদ্ধান্তের কথা জানালেন তিনি।  রাজ্য পুলিসের অফিসারদের জন্য ওয়েলফেয়ার ফোরাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘ওদের কথা ভাববার কেউ নেই। আমাদের যারা উপরতলায় আছে, তাঁদের উচিত ওদের কথা বেশি করে ভাবা’। শুধু তাই নয়,  ডিএসপি থেকে অতিরিক্ত পুলিশ সুপার ও প্রোমোটি আইপিএস থেকে পুলিস সুপার হলেন ১২ জন। এদিন নবান্নে রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন,’এই ফোরামে পশ্চিমবঙ্গ ক্যাডারের ৮৫ জন আইপিএস অফিসারও থাকবেন। এরফলে ৬৩০ জন অফিসার উপকৃত হবেন। আশা করব, এই ফোরামের মাধ্যমে তাঁদের সুবিধা-অসুবিধার কথা আরও ভালো তুলতে ধরতে পারবেন। আপনারা নিজেরা বসে ফোরামটা তৈরি করে নেবেন। আমরা হস্তক্ষেপ করব না’। রাজ্য পুলিশে নতুন করে নিয়োগ, পদোন্নতি, ভাতাবৃদ্ধিতে একাধিক সুবিধা মিলবে এবার থেকে। এছাড়া ডব্লিউবিপিএস বা রাজ্য পুলিশের জন্য পৃথক সংগঠন গড়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একনজরে দেখে নিন, পুলিশের জন্য কী কী সুবিধা মিলবে এবার থেকে –

  • ৬ জন ডিএসপি (ডেপুটি পুলিশ সুপার) পদোন্নতি, এএসপি (অ্যাসিস্ট্যান্ট পুলিশ অফিসার) পদে উন্নীত হলেন তাঁরা
  • কর্মজীবনের ৮, ১৬ ও ২৫ বছর অন্তর পদোন্নতি হবে 
  • ৬৩০ জন পুলিশ অফিসারকে আনা হল ফোরামের আওতায়
  • এবার থেকে এএসপি ও এসডিপিও-রা পাবেন বিশেষ ভাতা। এএসপি-দের জন্য মাসে ২৫০০ টাকা ও এসডিপিও-দের জন্য মাসে ২০০০ টাকা ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
  • এছাড়া উর্দির জন্য বছরে ১৫ হাজার টাকা করে পাবেন অফিসাররা, আগে তা ছিল মাসে মাত্র ২০০ টাকা
  • নতুন করে ২০০ জন ডব্লিউবিপিএস, ডব্লিউবিসিএস নিয়োগ করা হবে রাজ্যে
  • ৪০ ঊর্ধ্ব পুলিশ অফিসারদের স্বাস্থ্যপরীক্ষা হবে বিনামূল্যে 

রাজ্যের পুলিশ অফিসার অর্থাৎ ডব্লিউবিপিএস-দের আইপিএস পদে উন্নীত করতে আগ্রহী রাজ্য সরকার। তবে তার জন্য কেন্দ্রীয় অনুমোদন দরকার। আর তার জন্য ২০১৯ সাল থেকে তিনবার কেন্দ্রের কাছে অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছে বলে এদিন সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। অনুমোদন মিললেই প্রক্রিয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী এও বলেন, সেই ইংরেজ আমল থেকে চলে আসা একটা পাথর আমরা ধাক্কা মেরে সরিয়ে দিলাম। না হলে এগুলি কোনওদিনই বদলায় না। ওরা মুখে বলতে পারে না। ডিসিপ্লিনড ফোর্স। সবটা সামলাতে হয়। পান থেকে চুন খসলে ওদের উপর কোপ পড়ে। ওদের কথা ভাববার কেউ নেই। আমাদের যারা উপরতলায় আছে, তাঁদের উচিত ওদের কথা বেশি করে ভাবা’। এর আগে মুখ্যমন্ত্রী ডব্লিউবিসিএস অফিসারদের ফোরাম তৈরি করে দিয়েছিলেন। এক ছাদের তলায় এনে তাঁদের কাজের সুবিধার জন্য সংগঠনটি তৈরি হয়েছি। আর এবার ডব্লিউবিপিএস-দেরও সংগঠিত করে তাঁদের উন্নতিতে একগুচ্ছ ঘোষণা করলেন। নবান্নে তাঁর এই ঘোষণায় উচ্ছ্বসিত রাজ্যের পুলিশ মহল।