জেলা

বেথুন কলেজিয়েট স্কুলের ১৭৫ বর্ষপূর্তি, বঙ্গরত্ন পুরস্কার দিয়ে মুখ্যমন্ত্রী

বেথুন কলেজিয়েট স্কুলের ১৭৫ বর্ষ পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠান হয়েছিল। ওই মঞ্চ থেকে স্কুলের প্রধান শিক্ষিকার হাতে বঙ্গরত্ন পুরস্কার তুলে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘এটা বাংলার গর্বের পুরস্কার’। জানালেন এই পুরস্কার দিতে পেরে তিনি ধন্য। এদিন তিনি বলেন, আপনাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক। বলেন, বিশ্ব একদিন প্রথম স্থানে উঠে আসবে এই স্কুলের নাম। আরও বলেন, মেয়েরা ঘরের পাশাপাশি বাইরের দায়িত্বও সমান ভাবে নিতে পারেন। বলেন প্লেন,ব্যাঙ্ক, রেল থেকে মহিলারা বিশ্ব চালায়। তাঁর বক্তব্য, নারী জাগরণ না হলে-মেয়েরা এগিয়ে না এলে সমাজের ভালো হতে পারে না। সুভাষচন্দ্র বসু থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো বাংলার স্মরণীয় ব্যক্তিত্বদের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী আসেন রবি ঠাকুরের কথায়। বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাকে বিশ্ব বাংলায় তুলে ধরেছিলেন। বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ১৭৫ বছর আগের চারাগাছ আজ মহীরূহ। বলেন, যখন মহিলা শিক্ষার কথা কেউ ভাবতে পারতেন না, তখন এই স্কুল স্থাপিত হয়েছিল। নারী শিক্ষার পাশাপাশি স্বাধীনতা আন্দোলন ও নবজাগরণেও ভূমিকা ছিল স্কুলের।