ড়ুয়াদের জন্য আগেই চালু হয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড। মৎস্যজীবীদের জন্যও চালু হচ্ছে বিশেষ কার্ড। এবার শিল্পীদেরও পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠক থেকে নয়া প্রকল্পের কথা ঘোষণা করলেন তিনি। যদিও মৎস্যজীবীদের জন্য বিশেষ কার্ডের কথা হাওড়ার প্রশাসনিক বৈঠকেই ঘোষণা করেছিলেন। এবার ঘোষণা করলেন শিল্পীদের জন্য ‘আর্টিসন’ কার্ডের কথা। দুয়ারে সরকারের দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প থেকে এই কার্ড দেওয়া হবে। এই কার্ডে বিশেষ সুবিধা পাবেন শিল্পীরা।সঙ্গে জানালেন দুয়ারে সরকারের দ্বিতীয় পর্যায়ের শুরুর দিনক্ষণ। দেখালেন কর্মসংস্থানের নতুন দিশাও। আগামী বছরের শুরুতেই ফের ‘দুয়ারে সরকার’ শিবির করতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার প্রশাসনিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম পর্বে ১-১০ জানুারি হবে ‘দুয়ারে সরকার’ শিবির। দ্বিতীয় দফায় ২০-৩০ জানুয়ারি ‘দুয়ারে সরকার’ শিবিরে সরকারি সুবিধা পাবেন সাধারণ মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে সরকার’। রাজ্য সরকারের এই উদ্যোগে সাধারণ নাগরিকদের বাড়ির কাছাকাছি চলে যায় প্রশাসন। শিবিরে গিয়ে সরকারি নানা প্রকল্পের সুবিধা পেতে আবেদন জানাতে পারেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই রাজ্যের ৩ কোটিরও বেশি মানুষ ‘দুয়ারে সরকার’ শিবির থেকে উপকৃত হয়েছেন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।