কলকাতা

রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতা! দ্বিতীয়ায় পুজো উদ্বোধন বাতিল করলেন মুখ্যমন্ত্রী

রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। বহু এলাকা জলে ডুবে। এমনকী বহু পুজো প্যাণ্ডেলগুলিতে ঢুকেছে জল। এই অবস্থায় পুজো উদ্বোধনের সমস্ত কর্মসূচি বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার দ্বিতীয়া। শহরের একাধিক পুজোর উদ্বোধনের কথা ছিল প্রশাসনিক প্রধানের। পরিস্থিতির কথা ভেবেই আপাতত উদ্বোধন কর্মসূচি স্থগিত রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। মহালয়ার আগের দিন থেকেই শহরের একাধিক পুজোর দ্বারদোঘাটন শুরু করেছেন মুখ্যমন্ত্রী। এমনকী মহালয়া এবং প্রথমাতেও শহর এবং জেলার বহুর পুজোর উদ্বোধন করেছেন তিনি। সেই মতো আজ মঙ্গলবারও শহরের একাধিক পুজোর উদ্বোধনের কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও সোমবার রাত থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে বিপর্যস্ত তিলোত্তমা। প্রায় পাঁচঘণ্টায় রেকর্ড বৃষ্টি। এমনকী এই সময়ে শহরের বিভিন্ন অংশে আড়াইশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। যা ১৯৭৮ সালের পর রেকর্ড বলছেন আবহাওয়াবিদরা।  এদিকে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এদিন থেকেই সব সরকারি স্কুলে পুজোর ছুটির ঘোষণা করেছে নবান্ন। আইসিএসই এবং সিবিএসই বোর্ডের স্কুলগুলিকেও মঙ্গলবার থেকে অন্তত ২ দিন ছুটির কথা বলা হয়েছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়গুলিকেও আগামী ২ দিন অনলাইন ক্লাস করানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, ‘খোলা তার, জলমগ্ন রাস্তায় বিপদ আরও বাড়ছে।’ তাই পড়ুয়ারা যাতে কোনোরকমভাবে অসুবিধার মধ্যে না পড়ে সেই কারণেই তিনি পুজোর ছুটি ৪ দিন আগেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।