জেলা

বাংলাকে বদনামের চেষ্টা বরদাস্ত নয়, বন্দে-ভারত পাথর ছোঁড়ার ইস্যুতে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

বন্দে ভারত ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনায় বাংলাকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার গঙ্গাসাগরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, বাংলাকে বদনামের চেষ্টা বরদাস্ত করা হবে না। প্রসঙ্গত মঙ্গলবার বন্দে ভারত ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনা বিহারে ঘটেছে বলে জানিয়েছে পূর্ব রেল। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। কিন্তু তারপরেও বিজেপির তরফে অপপ্রচার করা হচ্ছে। এবার সেই বিষয়ে মুখ খুললেন রাজ্যের প্রসাসনিক প্রধান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাকে বদনামের চেষ্টা বরদাস্ত নয়। এই অপচেষ্টার কড়া নিন্দা করছি। বন্দে ভারতে পাথর ছুঁড়ে বাংলাকে বদনামের চেষ্টা করা হয়েছে। যারা ভুয়ো খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আইন আইনের পথে চলবে।’ পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে। গণতান্ত্রিক ক্ষোভ থাকলে তারা একটা ঘটনা ঘটিয়েও থাকলে তাদের তো অপমান করা যায় না। আমি মনে করি তাদেরও পাওয়ার অধিকার আছে। ক্ষমতায় বিজেপি সরকার না খাকলে কি পাওয়ার অধিকার নেই?’ অন্যদিকে বন্দে ভারত ট্রেনে মঙ্গলবার পাথর ছোঁড়ার ঘটনা বিহারে ঘটেছে, এ কথা বৃহস্পতিবার রেলের তরফে জানিয়ে দেওয়ার পর মুখ পুড়েছে বিজেপির।   রাজ্যের একাধিক বিজেপি নেতা দাবি করছিলেন বাংলায় সন্ত্রাসবাদীরা এই হামলা করেছে। কিন্তু রেলের তরফে সিসিটিভি ফুটেজ সামনে এনে দাবি করা হয়েছে ঘটনাটি ঘটেছে বিহারের মধ্য দিয়ে বন্দে ভারত যাওয়ার সময়।