জেলা

নাগরাকাটায় আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ত্রাণ দিতে গিয়ে নাগরাকাটায় আক্রান্ত হতে হয় বিজেপি নেতাকে। একেবারে রক্তাক্ত অবস্থায়  শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সেখানেই এদিন পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের উপর আক্রমণের ঘটনায় শোরগোল পড়ে যায় ৷ বিজেপি নেতৃত্ব তৃণমূলকে কাঠগড়ায় দায়ী করেছে ৷ গতকালের ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তৃণমূলের কড়া সমালোচনা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ তার উত্তরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা পোস্টে জানান, “প্রধানমন্ত্রীকে বলি: নির্বাচিত রাজ্য সরকারের কথা শুনুন, শুধু নিজের দলের লোকের কথা শুনবেন না। আপনি ভারতের প্রধানমন্ত্রী, কেবল বিজেপির নন। আপনার দায়িত্ব দেশ-নির্মাণ, কাহিনি নির্মাণ নয় ৷” এই চাপানউতোরের আবহে মঙ্গলবার শিলিগুড়িতে বেসরকারি হাসপাতালে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মুর শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিকে একই ঘটনায় আক্রান্ত ও একই নার্সিংহোমে চিকিৎসাধীন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করেননি তিনি ৷ মুখ্যমন্ত্রী এই সাক্ষাৎকার ঘিরেও সরগরম রাজ্য রাজনীতি ৷ তাঁর এই সাক্ষাৎকারকে সম্পূর্ণ লোক দেখানো বলে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব ৷হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, “এখন চিন্তার কিছু নেই ৷ তিনি (খগেন মুর্মু) ঠিকই আছেন ৷ আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি ৷ ওঁর ডায়াবেটিসটা বেশি রয়েছে ৷ সেটা নিয়ন্ত্রণে রাখা দরকার ৷ কানের পিছনে ছোট ক্ষত রয়েছে ৷ এমন কিছু গুরুতর বিষয় নয় ৷ তাঁর অবস্থা স্থিতিশীল ৷”