অতি সঙ্কটজনক অবস্থায় কলকাতার বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন উস্তাদ রশিদ খান। আজ, মঙ্গলবার বিকেলে জয়নগর থেকে ফিরেই তাঁকে দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল। এদিন হাসপাতালে গিয়ে সঙ্গীতশিল্পীর পরিবারের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।