ঘূর্ণিঝড় যশ জেরে এক লহমায় লণ্ডভণ্ড হয়ে যায় দিঘা৷ ক্ষতিগ্রস্থ হয় ছোট দোকানগুলি ৷ যার জেরে কর্মহীন হয়ে পড়েন অনেকেই ৷ রোজগার বন্ধ হওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়ে ৷ যশ পরবর্তী দিঘা পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কথা বলেন এখানকার স্টল মালিকদের সঙ্গে ৷ ক্ষয়ক্ষতির পরিমাণ জেনে আশ্বাস দেন পাশে থাকার ৷ সেই আশ্বাসই আজ বাস্তব রূপ পেতে চলেছে ৷ সরকারি উদ্যোগে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের সহযোগিতায় বানানো হয়েছে নতুন স্টল ৷ বড় স্টলের পাশাপাশি তৈরি হয়েছে ছোট স্টলও। সেই স্টল আজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ দুপুর ৩টে মাননীয়া মুখ্যমন্ত্রী ভ্রাম্যমাণ স্টলের পাশাপাশি মেরামতি করা স্টলগুলি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করবেন । ভার্চুয়াল অনুষ্ঠানের সময় দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের অফিসে উপস্থিত থাকবেন মৎস্যমন্ত্রী অখিল গিরি, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা ৷ প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫০ টি ভ্রাম্যমাণ স্টল দেওয়া হবে বলে পর্ষদ সূত্রে খবর ৷