আজ দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিলেন আইপিএস শ্যাম সিং। নির্ধারিত সময় বেলা ১১টা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির সদর দফতরে পৌঁছে যান তিনি । গতকালই দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দিয়েছিলেন আইপিএস কোটেশ্বর রাও । আইপিএস শ্যাম সিং-এর থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানতে চাইবেন যে, তিনি যখন বীরভূম জেলার পুলিশ সুপার ছিলেন, সেই সময় কয়লা পাচার কাণ্ডে তিনি কী কী তথ্য জানতে পেরেছিলেন ? এছাড়াও তিনি পুলিশ সুপার থাকাকালীন তাঁর অধীনস্থ কোনও থানায় কয়লা কেলেঙ্কারির কোনও লিখিত বা মৌখিক অভিযোগ দায়ের হয়েছিল কি না, যদি লিখিত বা মৌখিক অভিযোগ এসে থাকে তাহলে একজন পুলিশ সুপার হিসেবে তিনি কী কী পদক্ষেপ করেছিলেন ? এই সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবেন ইডি আধিকারিকরা৷