দেশ

সুপ্রিমকোর্টে তিন বিচারপতি নিয়োগে ছাড়পত্র দিল কলেজিয়াম

কেন্দ্রীয় সরকারের সুপারিশ মোতাবেকই সুপ্রিমকোর্টে নিযুক্ত হতে চলেছেন ৩ নতুন বিচারপতি। সোমবার কলেজিয়াম ৩ নতুন বিচারপতির নিয়োগে ছাড়পত্র দিয়েছে। এঁরা হলেন, সতীশ চন্দ্র শর্মা, আউগুস্টাইন জর্জ মসিহ এবং সন্দীপ মেহতা। এঁদের মধ্যে সতীশ চন্দ্র শর্মা দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, মসিহ রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতি এবং গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি ছিলেন সন্দীপ মেহতা। কলেজিয়ামে এঁদের তিনজনের নাম সুপারিশ করেছিল কেন্দ্র। এই নতুন তিন বিচারপতি নিয়োগের ফলে বর্তমানে সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা দাঁড়াল ৩৪।