কলকাতা

প্রাথমিকের শিক্ষক নিয়োগে জটিলতা, ফের মামলা কলকাতা হাইকোর্টে

প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগে উচ্চ-প্রাথমিকের পার্শ্ব শিক্ষক! এই ঘটনাই ঘটেছে প্রাথমিক শিক্ষা দফতরের তরফে। আদালতের নির্দেশে প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রাথমিকের চাকরি প্রার্থীর জায়গায় উচ্চ-প্রাথমিকের পার্শ্ব-শিক্ষকদের চাকরি দেওয়া হয়েছে। তাদের মধ্যে কিছু ব্যক্তিকে নিয়োগপত্র ও চাকরিও দিয়ে দেওয়া হয়েছে। এই ভুল ও নিয়োগে দুর্নীতির দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল কিছু চাকরিপ্রার্থী। এই বিষয়ে মামলাকারীদের আইনজীবি সৌমিক প্রামাণিক জানিয়েছেন, ‘হাইকোর্ট বোর্ডের কাছে জানতে চেয়েছে, কোনও ভাবে কি নিয়মে বদল আনা যায়? তিন সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে।’ মামলাকারীদের দাবি কীভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগে উচ্চ-প্রাথমিকের পার্শ্বশিক্ষকদের চাকরি দেওয়া হচ্ছে? এটা প্রাথমিকের আইনের বিরুদ্ধে। অর্থাত্‍ ফের প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগে জটিলতার সৃষ্টি হল বলাই যায়। নিয়ম অনুযায়ী, প্রাথমিক স্তরের কাউকেই এই পদ্ধতিতে নিয়োগ করা যাবে। কিন্তু তার বাইরে কাউকে নিয়োগ কিংবা চাকরি দেওয়া যাবে না। কিন্তু এক্ষেত্রে বোর্ডের গাফিলতি হয়েছে। কিছু পার্শ্বশিক্ষক যারা কিনা উচ্চ প্রাথমিকের প্রার্থী তাদের আবেদনের ভিত্তিতে সাড়া দিয়ে বোর্ড নিয়োগ করেছে। যা নিয়মের বাইরে বলে মনে করছেন মামলাকারীরা।