জেলা

পঞ্চায়েতের আগেই ধাক্কা খেল তৃণমূল, সাগরদিঘিতে ২৩ হাজারের বেশি ভোটে জয়ী বাম-কংগ্রেস জোটপ্রার্থী বাইরন বিশ্বাস

পঞ্চায়েতের আগেই বড় ধাক্কা তৃণমূলে। তৃণমূল কংগ্রেসের অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। ২০১১ সালে প্রথম মুর্শিদাবাদে যে আসন নিয়ে ঘাসফুলের আধিপত্য স্থাপন হয়েছিল আজ সেই বিধানসভা আসনই বেরিয়ে গেল জোড়াফুলের ঝুলি থেকে। ২০১১ থেকে ২০২১ অবধি টানা জিতে আসা আসনে ঘাসফুলের বিজয়রথ রুখে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। পোস্টার ব্যালেট থেকে এগিয়ে যাওয়া কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসকে আর টেক্কা দেওয়া সম্ভব হয়নি তৃণমূলের। যত সময় এগিয়েছে, একটার পর একটা গণনার রাউন্ড পেরিয়েছে, ততই বেড়েছে দ্বিতীয় স্থানে থাকা তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বেড়েছে বাইরন বিশ্বাসের। অবশেষে সাগরদিঘিতে ২৫ হাজারের বেশি ভোটে জয়ী বাম-কংগ্রেস জোটপ্রার্থী বাইরন বিশ্বাস। কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী বলেন, “সাগরদিঘির যে ফলাফল তা প্রমাণ করছে রাজ্যে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনও অপরাজেয় শক্তি নয়। এমন নয় যে তাদের পরাজিত করা যায় না। এখানকার মানুষ তা প্রমাণ করে দিল। কার্যত ২০২১ এর বিধানসভার শূন্য থেকে খাতা খুলল কংগ্রেস প্রার্থী। এই জয় স্বচ্ছ নির্বাচন, কেন্দ্র বাহিনীর নিরপেক্ষ ভুমিকা, বামেদের সমর্থন আর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনকে ক্রেডিট দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।