কলকাতা

শর্ত সাপেক্ষে জামিন পেলেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী

শর্ত সাপেক্ষে জামিন পেলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী । শনিবার ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পেলেন কংগ্রেস নেতা। আদালতে পুলিশের দাবি টিকল না। ব্যক্তিগত বন্ড এবং সপ্তাহে একদিন হাজিরা দেওয়ার শর্তে তাঁকে এদিন জামিন দেয় ব্যাঙ্কশাল আদালত। শনিবার ব্যাঙ্কশাল আদালতে কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তুভ বাগচীর মামলার শুনানি হয় বিচারক (অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১) অতনু মণ্ডলের এজলাসে। আদালতে কৌস্তভের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ অন্য আইনজীবীরা।  জানা গিয়েছে, শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে কৌস্তভ বাগচীকে। এক হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং সপ্তাহে একদিন হাজিরা দেওয়ার শর্তে জামিন দেওয়া হয়েছে কংগ্রেস নেতাকে। আগামী ৫ এপ্রিল আদালতে হাজিরা দিতে হবে কংগ্রেস নেতাকে। কৌস্তভকে ৮ দিনের পুলিশি হেফাজতে চেয়েছিল পুলিশ। কিন্তু তাঁদের আরজি খারিজ করে জামিন মঞ্জুর করল আদালত। পরবর্তী শুনানি আগামীকাল। শনিবার সকালে গ্রেফতার করা হয় কংগ্রেস মুখপাত্র তথা কলকাতা হাই কোর্টের আইনজীবী কৌস্তভ বাগচীকে। তাঁর গ্রেফতারির পর থেকেই উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। কৌস্তভের শুনানিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শুনানিকক্ষ। ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের হই হট্টেগোল শুরু হয়ে যায়। আদালতের বাইরেও বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী-সমর্থকরা। তদন্তকারী অফিসার ও ওসিকে শোকজের দাবিতে শুনানির মাঝেই হট্টগোল শুরু করে দেন প্রায় শখানেক আইনজীবী। বিরক্ত হয়ে এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারক। পরে অবশ্য ফিরে এসে রায়দান করেন। এদিকে জামিনের খবর আসার পরেই আদালত চত্বরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কংগ্রেস নেতা কর্মীরা।