কলকাতা

হরিদেবপুরে কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার

হরিদেবপুরে ভাড়া বাড়িতে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার। আজ, মঙ্গলবার সকালে ওই পুলিশ কর্মীর দেহ উদ্ধার করা হয়। মৃতের নাম পুলক দত্ত (৫২)। পর্ণশ্রী থানায় কর্মরত ছিলেন তিনি। ঘটনাস্থল থেকে কোন‌ও সুইসাইড নোট মেলেনি। তবে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন পুলক বাবু। স্ত্রী আলাদা থাকতেন। সেই কারণেই মানসিক অবসাদ বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।