কলকাতা

ভার্চুয়াল শুনানি নয়, সোমবার পার্থ চট্টোপাধ্যায়কে সশরীরে আদালতে হাজির করানোর নির্দেশ

 সশরীরেই আদালতে হাজির করাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। আর ভার্চুয়াল শুনানি নয়, সোমবার সকাল সাড়ে ১০টার মধ্যে পার্থকে আদালতে সশরীরে পেশ করানোর নির্দেশ দিল কোর্ট। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। গ্রেফতারির পর প্রথম দিকে কয়েকবার সশরীরে আদালতে হাজির ছিলেন। কিন্তু তারপরই পার্থের নিরাপত্তার কথা ভেবে শুনানি হত ভার্চুয়াল মাধ্যমে। কিন্তু শুক্রবার পার্থের ভার্চুয়াল শুনানি নিয়ে আচমকাই জটিলতা দেখা দেওয়ায় মামলাটি পিছিয়ে যায়। এর পরই আদালত প্রাক্তন মন্ত্রীকে সশরীরে কোর্টে উপস্থিত করানোর নির্দেশ দেয়। শুক্রবার সিবিআই-এর বিচারাধীন পার্থ চট্টোপাধ্যায়ের শুনানি ছিল আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। সেখানে পার্থের হাজিরা দেওয়ার বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। সূত্রের খবর, আদালতে পার্থকে সশরীরে হাজির করানোর নির্দেশ ছিল। কিন্তু প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে পার্থকে ভার্চুয়াল শুনানিতে হাজির করানোর আবেদন জানানো হয়। সেখান থেকেই সৃষ্টি হয় জটিলতা। এরপরই কোর্ট নির্দেশ দেয়, সোমবাআর পার্থ চট্টোপাধ্যায়কে সশরীরেই আদালতে হাজির করাতে হবে।