জেলা

বারাসত হাসপাতালে চালু হল ৫০ শয্যার কোভিড আইসোলেশন ওয়ার্ড

করোনা আক্রান্ত রোগীদের জন্য এবার বারাসত জেলা হাসপাতালে। চালু হল ৫০ শয্যার কোভিড আইসোলেশন ওয়ার্ড। যেখানে অক্সিজেন থেকে শুরু করে উন্নত চিকিৎসার যাবতীয় বন্দোবস্ত রয়েছে। যেভাবে উত্তর 24 পরগণা জেলায় সংক্রমণের হার প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য ভবনের। তাই,সংক্রমণ রুখতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। সেইসঙ্গে সংক্রামিত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলিতেও পর্যাপ্ত পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।  হাসপাতালগুলিতেও গড়ে তোলা হচ্ছে চিকিৎসার যাবতীয় পরিকাঠামো। যাতে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় কোনও সমস্যা তৈরি না হয়।