কলকাতা

এক দফা নাকি ১৪ দফা, তার উপর নির্বাচন নির্ভর করে না: মহম্মদ সেলিম

পঞ্চায়েত ভোটের বাদ্যি বেজে গিয়েছে বাংলায়। ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। এক দফাতেই নির্বাচন হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এক দফাতেই কীভাবে ভোট? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। তবে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলছেন, ‘একটি দফায় হচ্ছে, নাকি ১৪টি দফায় হচ্ছে, তার উপর নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি না, তা নির্ভর করে না। নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য অনেকগুলি কাজ করতে হয়। সেই কাজগুলি যাতে সাংবিধানিক সংস্থা হিসেবে নির্বাচন কমিশন ঠিকভাবে করে, সেটা আশা করব।  দ্রুত পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানালেন মহম্মদ সেলিম৷ বামেদের তরফ থেকে এই ঘোষণাকে স্বাগত জানালেন তিনি৷ পাশাপাশি বললেন, নির্বাচনের প্রেক্ষিতে কমিশনের দায়িত্ব দ্রুত এই গোটা প্রক্রিয়া শেষ করা, নিরাপত্তা নিশ্চিত করা৷ সেলিম বললেন, ‘আমাদের আশা, এমনই দ্রুততার সঙ্গে বর্তমান কমিশনার নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন৷’আমলা হিসেবে রাজীব সিনহার অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে সিপিএম রাজ্য সম্পাদক বলেন, ‘যেহেতু একজন প্রাক্তন মুখ্যসচিব নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন, সেক্ষেত্রে নতুন দায়িত্বে কমিশনের আগে যে সমস্ত পাপ রয়েছে সেগুলি তিনি অন্তত ধুয়ে মুছে সাফ করার চেষ্টা করবেন বলে আশা করি।’