জেলা

হাওড়া-বর্ধমান মেইন লাইনে ফাটল, ব্যাহত ট্রেন চলাচল

বছরের প্রথম দিনেই লাইনে ফাটলের জেরে ট্রেন চলাচলে বিঘ্ন। ঘটনাস্থল হাওড়া-বর্ধমান মেইন লাইনের শেওড়াফুলি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছন রেলের কর্মী ও আধিকারিকরা। শুরু হয়েছে লাইন মেরামতির কাজ। এখনও পর্যন্ত কাজ চলছে বলেই জানা যাচ্ছে। বছরের প্রথম দিনে এই বিপত্তিতে হয়রানির শিকার যাত্রীরা। জানা গিয়েছে, সোমবার সকালে সাড়ে ৭টা নাগাদ লাইনে ফাটল নজরে আসার পরেই ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন। কিছু ট্রেনকে বিকল্প লাইন দিয়ে হাওড়ার উদ্দেশে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। ট্রেনগুলি অত্যন্ত ধীর গতিতে পৌঁছয় পরবর্তী স্টেশন শ্রীরামপুরে।