দেশ

‘কুমিরের কান্না কেঁদে আইনি প্রক্রিয়া থেকে পার পেতে চাইছেন’, কর্নেল সোফিয়া কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ বলায় বিজেপির মন্ত্রীকে ফের ‘সুপ্রিম’ থাপ্পড়

পহেলগাঁও হামলায় পাল্টা হিসেবে পাক মাটিতে অপারেশন সিন্দুর-এর মাধ্যমে ৯ জঙ্গিঘাঁটিতে আঘাত হেনেছিল ভারত। ভারতের সেই অপারেশন দেশবাসীর সামনে তুলে ধরেছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভ্যোমিকা সিং। আর ওই অপারেশন সিঁদুর নিয়ে বলতে গিয়ে তালমাত্রা হারিয়েছিলেম মধ্যপ্রদেশের মন্ত্রী কুমার বিজয় শাহ। তিনি তাঁর বক্তব্য, কর্নেল সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলে উল্লেখ করেন। এনিয়ে তোলপাড় পড়ে যায় গোটা দেশে। মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলায় বিজয় শাহকে কড়া ধমক দিল শীর্ষ আদালত। সোমবার ওই মামলায় কুমার বিজয় শাহ ক্ষমা চাওয়া নিয়েও প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। বিচারপতি বলেন, ক্ষমা প্রার্থনা শব্দটারও একটা অর্থ হয়। আদালত ওই ক্ষমা প্রার্থনা গ্রহন করেছে না। ববং সেদিন কী হয়েছিল তার জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করতে হবে মধ্যপ্রদেশ সরকারকে। এদিন বিচারপতি সূর্যকান্ত বলেন, আমাদের কাছে ভিডিয়ো ক্লিপ রয়েছে। আমরা জানতে চাই কী ধরনের ক্ষমা প্রার্থনা এটা। কখনও হাসি, কখনও কুমিরের কান্না! কী ধরনের বিষয় এটা! বিচারপতি আরও বলেন, আপনি একজন জনপ্রতিনিধি। কথা বলার সময়ে প্রতিটি শব্দ আপনার ওজন করে বলা উচিত। সেনা বাহিনীর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এটা। অনেক বেশি দায়িত্ববান হওয়া উচিত। আমরা আমাদের সেনার জন্য গর্বিত। এটা অত্যন্ত সংবেদনশীল বিষয়। আপনার কথার ফলে মানুষের ভাবাবেগে গভীর আঘাত হয়েছে।