জেলা

এবার দিঘায় চালু হচ্ছে cruise পরিষেবা

দিঘার পর্যটন-মানচিত্রে এবার যুক্ত হতে চলেছে ক্রুজ পরিষেবা। নাম রাখা হয়েছে “প্রমোদতরী”। এই প্রমোদতরীতে চেপে পর্যটকেরা সমুদ্রবক্ষে ঘুরে বেড়াতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি মৎস্যজীবীদের জীবন-জীবিকা, তাঁদের মৎস্যশিকারের ছবি-সহ স্থানীয় কালীমন্দির, ম্যানগ্রোভ ইত্যাদি দেখার সুযোগ পাবেন তাঁরা। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক  এবং দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক মানস কুমার মণ্ডল জানিয়েছেন, ‘প্রমোদতরী’র টেন্ডার প্রক্রিয়া চলছে। খুব তাড়াতাড়ি এটা পর্যটকদের জন্য চালু করে দেওয়া হবে। জানা গিয়েছে, চম্পা নদী ক্যানেল থেকে দিঘা মোহনা হয়ে সমুদ্র উপকূলবর্তী শৌলা পর্যন্ত সমুদ্রবক্ষে এই তরীটি চালানোর পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। দিঘার সমুদ্রবক্ষে জলযানে ভ্রমণের এই সুযোগ নিঃসন্দেহে ভ্রমণপিপাসু মানুষদের কাছে দিঘাকে আরও আকর্ষণীয় করে তুলবে। সুসজ্জিত ‘এমভি নিবেদিতা’ নামক প্রমোদতরীটিতে পর্যটকদের জন্য থাকবে খাওয়া-দাওয়ার ব্যবস্থা, থাকবে গান-বাজনার ব্যবস্থাও। খুব শীঘ্রই এই পরিষেবা পেতে পারবেন পর্যটকেরা।