পূর্ণ সামরিক মর্যাদায় শেষ হল সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য৷ শুক্রবার বিকেলে দিল্লির ব্রার স্কোয়ার ক্রিমেটোরিয়ামে বিউগলের শব্দে ও ১৭টি তোপধ্বনিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ৷ এদিন শেষকৃত্য হয়েছে বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতেরও ৷ তাঁদের কন্যাদ্বয় কৃতিকা ও তারিনি মা-বাবার মুখাগ্নি করেন ৷ শেষকৃত্যের পর বিপিন রাওয়াতের ছোট মেয়ে তারিনি জানান, তাঁর হরিদ্বারে মা-বাবার অস্থিভস্ম ভাসিয়ে দেবেন ৷