দেশ বিদেশ

জেন জি বিক্ষোভে ফের উত্তপ্ত নেপাল, ভারত-সীমান্তে জারি কার্ফু

ফের অশান্ত নেপাল ৷ বৃহস্পতিবার জেন জি তরুণদের সঙ্গে ক্ষমতাচ্য়ুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দলের সদস্যদের সংঘর্ষ হয় ৷ আর তাতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে প্রতিবেশী দেশ ৷ এই আবহে ফের কার্ফু জারি করেছে প্রশাসন ৷ এই সংঘর্ষের ঘটনা ঘটেছে ভারত সীমান্ত লাগোয়া বারা জেলায় ৷ সংবাদপত্র দ্য কাঠমান্ডু পোস্টের রিপোর্ট অনুযায়ী, বুধবার এক দফা সংঘর্ষের ঘটনা ঘটে ৷ জেন জ়ি আন্দোলনকারীরা এই সংঘর্ষের ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানায় ৷ কিন্তু তাঁদের অভিযোগ, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে ৷ ওলির কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ইউনিফায়েড মার্কিস্ট-লেনিনিস্ট) (সিপিএন-ইউএমএল)-এর সদস্যদের ধরতে পারেনি পুলিশ ৷ তাই এদিন বারা জেলার সিমারা চৌক এলাকায় রাস্তায় নামে জেন জির দল ৷ এদিন সকাল ১১টা নাগাদ তাঁরা সিমারা চৌক এলাকায় জড়ো হয় ৷ পরিস্থিতি যাতে ফের অশান্ত না-হয়ে ওঠে বা কোনও ভাঙচুরের ঘটনা না-ঘটে, তাই স্থানীয় প্রশাসন দুপুর 1টা থেকে রাত 8টা (নেপালের সময়) পর্যন্ত কার্ফু জারি করে ৷ পোর্টাল খবরহাব জানিয়েছে, “কার্ফুর তোয়াক্কা না-করেই বিক্ষুব্ধ জেন জিরা রাস্তায় নেমে পড়ে ৷ তারা পুলিশের বাধা না-মেনে এগিয়ে আসতে থাকে ৷ তাদের সঙ্গে পুলিশের সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধ বাধে ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ ছ’টি টিয়ার গ্যাসের শেল ফাটায় ৷ এছাড়া শূন্যে দু’রাউন্ড গুলি ছোড়ে ৷ বিক্ষুব্ধরা নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে ৷ এতে ছ’জন পুলিশ আধিকারিক আহত হন ৷ চার জন জেন জ়ি প্রতিবাদকারীও আহত হয়েছেন ৷”