ঘূর্ণিঝড়ের হাত থেকে এ যাত্রায় কি রেহাই পেয়ে গেল বাংলা ও ওডিশা! সাইক্লোন নিয়ে আবহাওয়া দফতরের সাম্প্রতিক আপডেট তেমন সম্ভাবনাকেই জোরালো করছে। ঘূর্ণিঝড় ঘিরে আশঙ্কার মধ্যেই খানিকটা স্বস্তির বার্তা দিল আবহাওয়া দফতর। আইএমডি-র ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ‘অশনি’ নামে যে ঘূর্ণিঝড় আসার কথা, সেটি আদৌ স্থলভাগে আছড়ে নাও পড়তে পারে। জানা গেছে, ঘূর্ণিঝড় তৈরি হলেও তা সমুদ্রেই শক্তি হারিয়ে ফেলবে। সেক্ষেত্রে তার ল্যান্ডফল হবে না। সাইক্লোন প্রসঙ্গে আইএমডি-র ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ”ওডিশা বা অন্ধ্রপ্রদেশ, কোথাও ল্যান্ডফল নাও হতে পারে ঘূর্ণিঝড়ের। পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ধরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের কাছে ১০ মে সন্ধ্যায় পৌঁছবে ঝড়টি। কিন্তু, এরপরই গতিপথ বদল করবে ঝড়। গতিপথ বদল করে উত্তর উত্তরপূর্ব দিকে এগিয়ে ওডিশা উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অগ্রসর হবে।” এই প্রসঙ্গে আবহবিদ সুজীব কর জানিয়েছেন, ”সাইক্লোন যত এগোচ্ছে, ততই শক্তি হারিয়ে ফেলছে। এটি যখন ওডিশা উপকূলে পৌঁছবে তখন নিম্নচাপ থাকবে শুধুমাত্র। বাংলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। তবে সমুদ্র উত্তাল থাকবে।” তিনি আরও জানিয়েছেন, ঘূর্ণিঝড় হয়ত সমুদ্রের মধ্যেই শক্তি হারিয়ে ফেলবে। ফলে আর ল্যান্ডফল হবে না। তবে উপকূলবর্তী এলাকায় মত্সজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।