কলকাতা জেলা

ল্যান্ডফলের পর শক্তিক্ষয় মন্থার, রাজ্যজুড়ে আজও চলবে বৃষ্টি

 অন্ধ্রপ্রদেশের উপকূলে মঙ্গলবার সন্ধ্যায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘মন্থা’ আছড়ে পড়েছে। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, এই প্রবল ঘূর্ণিঝড়ের ভূমিতে আছড়ে পড়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সম্পূর্ণভাবে অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে আরও তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে। সোমবার থেকেই উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ বাতাসের গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার পর ধীরে ধীরে শক্তিক্ষয় হচ্ছে ঘূর্ণিঝড় মন্থার ৷ তার পরোক্ষ প্রভাবে আজও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি । পূর্বাভাসে বলা হয়েছে, তীব্র ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়লেও তার পরোক্ষ প্রভাবে ভিজবে বাংলা । সমুদ্র উত্তাল থাকায় 30 অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি রয়েছে । বুধবার দিনের শুরুতে আকাশ মেঘলা থাকবে । সঙ্গে ঘূর্ণিঝড়ের পরবর্তী প্রভাবের জেরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 এবং 25 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । আজ 29 অক্টোবর, বুধবার বৃষ্টি বাড়বে । দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত জারি থাকার পূর্বাভাস রয়েছে ।

30–31 অক্টোবর অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার মূলত পশ্চিমের জেলা পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান জেলায় এক-দুই জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ।

1–2 নভেম্বর অর্থাৎ শনি ও রবিবার থেকে বৃষ্টি ধীরে ধীরে কমবে ৷ তবে এক-দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

29 অক্টোবর, অর্থাৎ আজ বুধবার দার্জিলিং, কালিম্পং, মালদা ও দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে ।

উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে 30 ও 31 অক্টোবর । ঘূর্ণিঝড় মন্থার প্রভাবেই উত্তরে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

30–31 অক্টোবর অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার উত্তরের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (7–20 সেমি) সম্ভাবনা রয়েছে । বিশেষ করে উপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ৷

1 এবং 2 নভেম্বর অর্থাৎ শনি ও রবিবার সপ্তাহান্তে বৃষ্টি ধীরে ধীরে কমলেও কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ।