
মেষ: পেশাদারি কাজকর্মের দিনটি শুভ। সেবামূলক কাজের দায়িত্বে সাফল্য। শরীর স্বাস্থ্য মোটামুটি।

বৃষ: ব্যয় বৃদ্ধি পাবে। আয় বেশি হওয়ায় সঞ্চয়ও হবে। কর্মস্থলে বিশেষ কোনও যোগাযোগ থেকে ভাগ্যোন্নতি। বাতের বেদনা বাড়বে।

মিথুন: একাধিক সূত্র থেকে অর্থাগমের যোগ। সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে পরিবারের সদস্যদের পারস্পরিক মতবিরোধ।

কর্কট: কাজকর্মে বিঘ্ন ও মানসিক অস্থিরতা। গুরুজনের স্বাস্থ্য হঠাৎ খারাপ হতে পারে। ব্যবসায় বিলম্বিত গতি।

সিংহ: কাজকর্মে বাধা থাকলেও আর্থিক উন্নতি কমবেশি ভালো হবে। শরীর স্বাস্থ্যের দিকে দৃষ্টি দিন। ধর্মে মতি।

কন্যা: আটকে থাকা কর্ম আবারও শুরু হবে। শারীরিক ক্ষেত্রে বাতজ বেদনা বৃদ্ধি। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ।

তুলা: গুরুজনের কাছ থেকে অর্থকড়ি সম্পদ প্রাপ্তির যোগ। ব্যাবসা ও পেশায় অগ্রগতি । জ্বর সর্দি কাশিতে ভোগান্তি হতে পারে।

বৃশ্চিক: কারিগরিবিদদের পক্ষে কর্ম সাফল্য ও সুনাম। ব্যবসায় মন্দাভাব আসতে পারে। চলাফেরায় সাবধান হন।

ধনু: সম্পত্তিগত বা আর্থিক মামলায় বিজয়ী হবেন। প্রেম প্রণয়ে বাধা আসতে পারে। কাজকর্মে অগ্রগতি।

মকর: ভাগ্যোন্নতির জন্য কয়েকটি শুভ যোগাযোগ পেতে পারেন। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি। বিদ্যায় সাফল্য।

কুম্ভ: ব্যবসায়িক কর্মে বড় সাফল্য। অর্থকরী দিকটি শক্তিশালী হবে। শরীর স্বাস্থ্য চলনসই।

মীন: কর্মে শুভ। বেকাররা কোনও সুখবর পেতে পারেন। প্রেম প্রণয় ও দাম্পত্যে অশান্তি। আর্থিক দিক শুভ।
