বিদেশ

বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র, বিদ্যু‍ৎহীন ৪ লক্ষ বেশি পরিবার, নিহত সংখ্যা বেড়ে ১৪

বৃষ্টি ও বন্যায় তোলপাড়। শীতকালীন ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি, জর্জিয়া-সহ একাধিক অঙ্গ রাজ্য। ইতোমধ্যেই ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিদ্যু‍ৎহীন অবস্থায় রয়েছেন ৪ লক্ষের বেশি পরিবার। জলবন্দি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঝড় ও বন্যায় যখন বিপর্যস্ত দুই অঙ্গ রাজ্যের বাসিন্দা তখন দুঃসংবাদ শুনিয়েছে আবহাওয়া দফতর। বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে, ‘কোথাও-কোথাও তাপমাত্রা মাইনাস ৫১ ডিগ্রিতে নামতে পারে।’