জেলা

বন্যা ও ধসে উত্তরবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ৩২, দুধিয়ায় স্থায়ী সেতু নির্মাণে ৫১ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ রাজ্যের

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ ৷ ভয়াবহ বন্যা ও ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩২ ৷ যার মধ্যে দার্জিলিং ও মিরিকেই মৃত্যু হয়েছে ২২ জনের ৷ দুধিয়ায় ভেঙে পড়া সেতু স্থায়ীভাবে নির্মাণের জন্য ৫১ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য ৷ আগামী বছরের প্রথমেই ব্রিজ নির্মাণের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে পূর্ত দফতরকে ৷ পাশাপাশি, ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজ নির্মাণে উদ্যোগ নিয়েছে সেনারা ৷ শনিবার থেকে একটানা ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের স্তব্ধ জনজীবন ৷ একাধিক পাহাড়ি নদীর জলস্তর বেড়ে ভয়ানক হয়ে ওঠে পরিস্থিতি ৷ একটানা বৃষ্টিতে ধসের কারণে ভেঙে পড়ে বহু রাস্তা, ভেসে যায় বাড়ি ৷ মৃত্যু হয় একাধিক মানুষের ৷ জলের স্রোতে ভেসে যায় মিরিক যাওয়ার দুধিয়া সেতু ৷ তবে বৃষ্টি থামতেই প্রশাসনিক তৎপরতায় স্বাভাবিক ছন্দে ফিরছে শৈলশহর ৷ জাতীয় সড়কগুলির উপর ধীরে ধীরে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে ৷ খুলে দেওয়া হয়েছে পাহাড়ের বাকি রাস্তাগুলিও ৷ যদিও দুধিয়ায় বালাসন নদীর উপর সেতু ভেঙে পড়ায় এখনও বিচ্ছিন্ন হয়ে রয়েছে মিরিক ৷ তবে শিলিগুড়ি থেকে ঘুম, সোনাদা হয়ে ঘুরপথে মিরিক পৌঁছনো যাচ্ছে । মিরিকে উদ্ধারকাজে গতি আনতে ও যোগাযোগের জন্য যুদ্ধকালীন তৎপরতায় হিউম পাইপ দিয়ে অস্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু করেছে পূর্ত দফতর । মঙ্গলবার সেই সেতু নির্মাণের কাজ পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এছাড়াও রাজ্য সরকারের তরফে ওই বালাসন নদীর উপর স্থায়ী সেতু নির্মাণের জন্য ৫১ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে । আগামী ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে সেতু নির্মাণের কাজ শেষ করতে হবে বলে সরকার জানিয়েছে ৷ এদিকে, মিরিকের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের জন্য তৎপর ভারতীয় সেনাও । মিরিকে ভারত-নেপাল সীমান্ত হওয়ায় বালাসন সেতুর উপর বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে সেনার তরফে ৷ সোমবার সেই বিষয়ে ইতিমধ্যেই সমস্ত রেইকি সেড়ে ফেলেছে সেনা ৷ ড্রোনের সাহায্যে পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে ৷