দেশ

বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ছাউনি

বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ছাউনি। রবিবার সকালের ঘটনা। ছাউনি ভেঙে পড়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখলে রীতিমতো শিউরে উঠতে হয়। এ দিন ভোর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে দিল্লি-NCR অঞ্চলে। জল জমে গিয়েছে রাস্তায়। গাছ উপরে পড়েছে, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। রাজধানীর একাধিক অঞ্চল জলমগ্ন হয়ে রয়েছে। ব্যহত হয়েছে উড়ান পরিষেবাও। এর মধ্যেই বিমানবন্দরের ছাউনি ভেঙে পড়ার ভিডিয়ো সামনে এল। জানা গিয়েছে, বিমানবন্দরের বাইরের ছাউনি ভেঙে পড়েছে। এক পথচারী সেই ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রবল বৃষ্টিতে জল জমে ঝুলে পড়েছে ছাউনির একাংশ। আচমকাই ভেঙে যায় ছাউনি। তবে হতাহতের কোনও খবর মেলেনি। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL) একটি বিবৃতিতে বলেছে, ‘খারাপ আবহাওয়ায় জলের চাপে টার্মিনাল ১-এর বাইরের অংশের টেনসাইল ফ্যাব্রিকের ছাউনি ভেঙে যায়। তবে এতে বিমানবন্দরের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। প্রভাব পড়েনি অন্য কোনও অংশেও।’ পাশাপাশি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলেও জানানো হয়েছে। ছাউনি ছিঁড়ে পড়ার ভিডিয়ো X হ্যান্ডলে শেয়ার করে তীব্র কটাক্ষ করেছে কেরালা কংগ্রেস। তারা লিখেছে, ‘বৃষ্টির পরে বিকাশ উপচে পড়ছে।’ প্রসঙ্গত, গত বছরের জুনেও প্রবল বৃষ্টিতে টার্মিনাল ১-এর ছাদের একটা অংশ ধ্বসে পড়েছিল। ঘটনায় একজনের মৃত্যু হয়। আহত হন পাঁচজন। অনেক ফ্লাইটও বাতিল করতে হয়। বেশ কিছু ফ্লাইট স্থানান্তর করা হয় অন্য টার্মিনালে।