বিধানসভা নির্বাচনের পরে এবার দিল্লির পুর নির্বাচনেও ঝাড়ু ঝড়ের ইঙ্গিত। প্রথমবার দিল্লি পুরসভা দখলের পথে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। সোমবার সন্ধ্যায় একাধিক বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে অনেক বেশি আসন নিয়ে দিল্লি পুরনিগমের দখল নিচ্ছে আপ। গতবারের তুলনায় মাত্র এক তৃতীয়াংশ আসন যাচ্ছে বিজেপির দখলে। ধুয়ে মুছে সাফ হওয়ার মুখে কংগ্রেস। গতকাল রবিবার দিল্লি পুর নিগমের ২৫০টি ওয়ার্ডে ভোট নেওয়া হয়েছিল। ভোটের ময়দানে ছিলেন ১,৩৪৯ জন প্রার্থী। ভোটদানের হার ছিল ৫০ দশমিক ৪৭ শতাংশ। মূলত লড়াই ছিল দ্বিমুখী। বিজেপির সঙ্গে আম আদমি পার্টির। বেশ কয়েকটি ওয়ার্ডে অবশ্য কংগ্রেসও লড়াইয়ে ছিল। গত ১৫ বছর ধরে দখলে থাকা দিল্লি পুরনিগম ধরে রাখতে মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল পদ্ম শিবির। গতবার ২৭২টি ওয়ার্ডের মধ্যে বিজেপি জিতেছিল ১৮১টিতে। আপ পেয়েছিল ৪৮ এবং কংগ্রেস ২৭টি ওয়ার্ড। এদিন সন্ধ্যায় গুজরাত বিধানসভার দ্বিতীয় ধাপের ভোট শেষ হওয়ার পরেই একাধিক টিভি চ্যানেলের পক্ষ থেকে দিল্লি পুরনিগমের বুথ ফেরত সমীক্ষা সম্প্রচার করা হয়। তাতে দাবি করা হয়, রাজধানীর ৪৬ শতাংশ মহিলাই আপকে ভোট দিয়েছেন। আর বিজেপিকে ভোট দিয়েছেন মাত্র ৩৪ শতাংশ। ‘আজতক-অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র সমীক্ষায় বলা হয়েছে, ২৫০টি ওয়ার্ডের মধ্যে আপ জিততে চলেছে ১৪৯ থেকে ১৭১টি ওয়ার্ডে। বিজেপির ঝুলিতে যেতে পারে ৬৯ থেকে ৯১টি ওয়ার্ড। কংগ্রেস পেতে পারে ৩ থেকে সাতটি ওয়ার্ড। নিউজ এক্স-জন কী বাত-এর সমীক্ষা অনুযায়ী, ১৫৯ থেকে ১৭৫ ওয়ার্ডে জিততে চলেছে আম আদমি পার্টি। বিজেপির প্রার্থীরা জিততে পারেন ৭০ থেকে ৯২টি ওয়ার্ডে। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে চার থেকে সাতটি ওয়ার্ড।