সাম্প্রদায়িক টুইট করায় অভিযুক্ত বিজেপি নেতা কপিল মিশ্রের বিরুদ্ধে অনুপযুক্ত তদন্ত করায় আদালতে ভর্ৎসিত হল দিল্লি পুলিশ। ২০২০ সালে কপিল মিশ্র টুইট করে লিখেছিলেন, আম আদমি পার্টি এবং কংগ্রেস শাহিনবাগে মিনি পাকিস্তান তৈরি করেছে। তিনি আরও বলেন, আসন্ন বিধানসভা ভোট আদতে ভারত-পাকিস্তানের লড়াই। এই বক্তব্যের ফলে বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। গত বছরের মার্চ মাস থেকে মিশ্রের টুইটার হ্যান্ডল থেকে যথাযথ প্রমাণ সংগ্রহের জন্য আদালত নির্দেশ দিলেও আদতে তা বিফল হয়েছে। ৮ এপ্রিলেও ডিসিপি আশ্বাস দেন যে, টুইটার, বর্তমানের এক্স কর্পোরেশনের থেকে প্রয়োজনীয় তথ্য জোগাড় করার প্রয়াস নেওয়া হয়েছে। কিন্তু এদিনের শুনানিতে তদন্তকারী এজেন্সির তরফে কেউ নেই। তাই বিষয়টির যথাযথ ব্যাখ্যা দেওয়ার স্বার্থে দিল্লি পুলিশের কমিশনারকে নোটিস দেওয়া হচ্ছে। বিষয়টির পুনর্তদন্তের স্বার্থে দিল্লি পুলিশকে যদি কোন অন্য মন্ত্রকের সাহায্য নিতে হয়, তা তারা নিতে পারে। কিন্তু মনে রাখতে হবে মামলাটি গত বছরের মার্চ মাস থেকে বিচারাধীন হয়ে রয়েছে। উল্লেখ্য, মিশ্রের বিরুদ্ধে নিম্ন আদালতে চলা মামলায় হাইকোর্ট মার্চ মাসে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে।
