শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশজুড়ে চলছে শীতের দাপট ৷ আজ মরসুমে শীতলতম দিন কলকাতায় (১১.২ ডিগ্রি) ৷ অন্যদিকে আজই বছরের শীতলতম রাজধানীতে ৷ দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ৩.১ ডিগ্রি সেলসিয়াসে ৷ যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম ৷ শুধু দিল্লি নয়, গোটা উত্তর ভারতজুড়েই চলছে শৈত্যপ্রবাহ ৷ ঠান্ডায় কাঁপছে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা ও মধ্যপ্রদেশ ৷ তাপমাত্রা সাংঘাতিক কমেছে তেলাঙ্গানা ও রাজস্থানের কিছু অংশে ৷ রাজস্থানের চুরুতে তাপমাত্রা মাইনাস ০.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে ৷ মারাত্মক ঠান্ডা পড়েছে কাশ্মীরেও ৷ শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে মাইনাস ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে ৷ জাতীয় আবহাওয়া দফতরের শীর্ষ বিজ্ঞানী জানিয়েছেন, পরপর পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তর-পশ্চিমের ঠান্ডা বাতাসের গতি কমে যাওয়ায় মঙ্গলবার রাত থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে ৷ তবে ২১ ডিসেম্বর পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন অংশে তীব্র শৈত্যপ্রবাহ চলবে বলে পূর্বাভাসে জানিয়েছে আইএমডি৷