ক্রাইম

উত্তরপ্রদেশে ট্রলিব্যাগ খুলতেই বেরিয়ে এল তরুণীর খণ্ডিত দেহ

এবার নৃশংস খুনের ঘটনায় স্তম্ভিত উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মথুরাতে যমুনা এক্সপ্রেসওয়ের একটি সার্ভিস লেনের কাছে একট ট্রলির ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার হয় তরুণীর দেহ। পুলিশ সূত্রে খবর, লাল রঙের ট্রলিব্যাগের মধ্যে একটি পলিথিন দিয়ে মোড়া ছিল মৃতদেহ। মথুরা পুলিশের একটি দল যুবতীর পরিচয় খুঁজে পেতে দিল্লি, আলিগড়, হাতরাস, নয়ডা, কানপুর এবং আগ্রার একাধিক স্থানে হানা দেয়। শেষপর্যন্ত শনাক্ত করা যায় তরুণীকে। মৃত তরুণী আয়ুষী যাদব দিল্লির বদরপুর এলাকা বাসিন্দা। আধিকারিক জানান, ‘মৃতদেহ মর্গে পাঠানোর পরে তরুণী মা দেহ শনাক্ত করে।’ পুলিস কর্মকর্তা এম.পি সিং বলেন, তরুণীর পরিবার মূলত উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। তবে সে হেট পরিবারের সঙ্গে দিল্লিতে থাকত। ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ধারায় স্থানীয় থানায় এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিসের বিশেষ টিম গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত খুনের কারণ সম্পর্কে নিশ্চিত নয় পুলিস। তাঁরা নির্যাতিতার কল ডিটেইলস খতিয়ে দেখছেন। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তারা। এমকী দিল্লি থেকে মথুরায় কীভাবে পৌঁছালেন তরুণী তাও জানতে চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।