২০০৮ সালে দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় গুলি করে খুন করা হয় মহিলা সাংবাদিক সৌম্য বিশ্বনাথনকে। বুধবার সেই মামলায় চার অভিযুক্তকে দোষীসাব্যস্ত করল দিল্লির সাকেত আদালত। পঞ্চম অভিযুক্তকে এই মামলার অন্যান্য অপরাধে দোষীসাব্যস্ত করা হয়েছে। পাঁচ অভিযুক্তকে MCOCA আইনেও দোষীসাব্যস্ত করা হয়েছে। এই মামলায় হাজিরা করার জন্য অজয় শেঠি সহ বাকি চারজন অভিযুক্তকে আজ দিল্লির সাকেত আদালতে হাজির করা হয়েছিল।