ঘন কুয়াশার জেরে বৃহস্পতিবারের পর শুক্রবারও কলকাতা বিমানবন্দরে ব্যাহত হল পরিষেবা ৷ যার জেরে কর্তৃপক্ষের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়ালেন যাত্রীরা ৷ জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কলকাতা থেকে দিল্লি যাওয়ার একটি বিমান রওনা দেওয়ার কথা ৷ তার খানিক আগেই বিমান বাতিল করে দেওয়া হয়৷ এসজি১৩০ বিমানটি বাতিল হতেই যাত্রী বিক্ষোভ শুরু হয় ৷ বিমান সংস্থার কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান যাত্রীরা ৷ অভিযোগ, সামান্য কয়েক মিনিট আগে জানানো হয় যে বিমানটি বাতিল করা হয়েছে। তাতেই স্বাভাবিকভাবে ক্ষোভ তৈরি হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানায়, কলকাতা থেকে রওনা দিলেও দিল্লিতে ঘন কুয়াশার কারণে বিমান রওনা দিতে পারছে না ৷পাশাপাশি কলকাতায় দৃশ্যমানতা ৫০ মিটারের কম ৷ গতকালই কলকাতা বিমানবন্দরে প্রায় ৭২টি বিমানের পরিষেবা ব্যাহত হয় ৷ জানা গিয়েছে, আজ ঘন কুশার কারণে প্রায় ২ ঘণ্টা ১০ মিনিট কলকাতা বিমানবন্দরে পরিষেবা ব্যাহত হয় ৷ ভোড় ৪টে ২মিনিট থেকে সকাল ৬টা ৫১ এবং সকাল ৬টা ৫৩মিনিট থেকে ৮ টা ১৬মিনিত পর্যন্ত ৮টি বিমান আসতে দেরি করেছে ৷ পাশাপাশি ভোর ৪টে ৯মিনিট থেকে ৫টা ৪৯মিনিট এবং সকাল ৬টা ৪৮ মিনিট থেকে ৮টা ৫২মিনিট পর্যন্ত বিমান ১৫টি বিমান ছাড়তে দেরি হয়েছে ৷ সেই সঙ্গে ৮টি বিমান আজ বাতিল করে দেওয়া হয়েছে ও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ৭টি বিমানের ৷ যার জেরে যাত্রীদের জুটেছে ভোগান্তি ৷ এদিকে ট্রেন ও ফেরি পরিষেবাতেও ঘন কুয়াশা বাধ সাধিয়েছে ৷ হাওড়া থেকে ট্রেনগুলির গতি খুবই ধীর ৷ সোমবার সকালে ঘন কুয়াশার সাদা চাদরে ঢাকা পড়েছে শহর-শহরতলীর রাস্তাও ৷ কুয়াশার কারণে সিগন্যাল ঠিকঠাক দেখা যাচ্ছে না। দুর্ঘটনা এড়াতে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করছে হাওড়া ট্রাফিক পুলিশ।হাওড়া ব্রিজ, হাওড়ার বিভিন্ন রাস্তায় যানবাহন ধীর গতিতে চলছে। ইতিমধ্যে পূর্ব রেল কুয়াশার কারণে একাধিক দূরপাল্লার ট্রেন সাময়িক বাতিল করেছে। সবমিলিয়ে কুয়াশার জেরে প্রবল ভোগান্তি তৈরি হয়েছে।
