রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইট করে নিজেই একথা জানিয়েছেন তিনি। আগামী ১২ তারিখের মধ্যে সমস্ত রিপোর্ট-সহ রাজভবনে তাঁদের তলব করেছেন ধনকড়।রাজ্যপালের টুইট, রাজ্যজুড়ে কী চলছে, তা তাঁকে জানানো হচ্ছে না। অভিযোগ, বারবার রাজ্য পুলিশের শীর্ষকর্তা এবং প্রশাসনের তরফে মুখ্যসচিবের কাছে তিনি সব জানতে চাইলেও তাঁরা উপেক্ষাই করছেন। সংবিধানের ১৫৯ নং ধারার উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সাংবিধানিক প্রধান হিসেবে তিনি সব বিষয়ে অবগত না থাকায় রাজ্যবাসীর দেখভাল করতে পারছেন না, অর্থাত্ নিজের কর্তব্য পালন করতে পারছেন না।তাই ফের চিঠি পাঠিয়ে মুখ্যসচিব (Chief Secreatry) আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে রিপোর্ট-সহ রাজভবনে ডেকে পাঠিয়েছেন। তিনদিন সময়ও দিয়েছেন তাঁদের। মনে করা হচ্ছে, উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুতে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ রাজ্যপালের।
Related Articles
কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঢোকা যাবে না কলকাতা পুরসভায়, বিজ্ঞপ্তি জারি করল মেয়র ফিরহাদ হাকিম
কলকাতা পুরসভাতে নিষিদ্ধ হল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রবেশ। এখন থেকে বিজেপি কাউন্সিলররা তাদের ব্যক্তিগত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে কলকাতা পৌরসভায় প্রবেশ করতে পারবেন না। শনিবার বিজেপি ও তৃণমূল কাউন্সিলরদের মধ্যে হাতাহাতির ঘটনাতে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের জড়িয়ে পড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। এদিন অধিবেশনের শেষে মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কলকাতা […]
মকরসংক্রান্তি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
শুভ মকরসংক্রান্তি উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ট্যুইটারে আজ এই শুভেচ্ছা জানান। তিনি বলেন, সকলের অনেক সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
ক্ষমতায় এলে বাংলায় সপ্তম বেতন কমিশনের সুপারিশ চালুর আশ্বাস কৈলাসের
কলকাতাঃ বাংলায় ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশনের সুপারিশ চালু করার প্রতিশ্রুতি দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুক্রবার বিকেলেই রাজ্য সরকারী কর্মচারীদের কনভেনশনে ঘোষণা করেছেন, ষষ্ঠ বেতন কমিশন যা সুপারিশ করবে তা তিনি মেনে নেবেন। সেইসঙ্গে নয়া বর্ধিত বেতনক্রমেরও ঘোষণা করেছেন। সেই ইস্যুতেই এক কদম এগিয়ে এবার মমতাকে কটাক্ষ করে এই আশ্বাস দিলেন […]