নাগাল্যান্ডে ১৪জন গ্রামবাসীকে গুলিকাণ্ডে তোলপাড় গোট দেশ। এবার ধরনায় বসলেন বিরোধী দলের সংসদরা। দিল্লির গান্ধীমূর্তির পাদদেশে একজোট হয়ে এই কাজ শুরু করেন তারা। সেখানে উপস্থিত হল তৃণমূল, কংগ্রেসের বেশিরভাগ সাংসদরাই। তৃণমূলের সাংসদ দোলা সেন ধর্ণার মঞ্চ থেকে সরাসরি খোঁচা দেন কেন্দ্র সরকারকে। তিনি জানান, ‘বিজেপি সরকার সবকিছুই ভুলবশত করে বসে। ওদের কাছে ভুল করাটা কোনও বিষয় নয়। কৃষক আন্দোলনের সময়ও ওরা ভুল করেছিল। এবার নাগাল্যান্ডের ব্যাপারেও করে ফেলেছে’। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় জানিয়েছিলেন যে, নাগাল্যান্ডের ঘটনা ঘটেছে সম্পূর্ণ ভুল বোঝাবুঝি থেকে। আর এরপরই ওয়াকআউট করে বিরোধীরা। গত সোমবারই প্রতিবাদ জানাতে নাগাল্যান্ড যাওয়ার জন্য ৫ সদস্যের প্রতিনিধি দল তৈরি করে তৃণমূল। যেখানে ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও শান্তনু সেন। এছাড়া লোকসভার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার এবং মুখপাত্র বিশ্বজিৎ দেব। কিন্তু আচমকাই একেবারে বিমান ধরার মুহূর্তে তারা খবর পান যে নাগাল্যান্ডে ১৪৪ ধারা জারি হয়েছে। সমস্ত কিছুর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার সরকার। তাই শেষ মুহূর্তে সফর বাতিল করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।