জেলা

আজ থেকে চালু হল টাকি-দীঘা সরকারি বাস পরিষেবা

আজ থেকে চালু হল  টাকি থেকে দীঘা বাস পরিষেবা। এবার সাধারণ মানুষ ও পর্যটকদের দাবি মেনে সরকারি বাস পরিষেবা চালু হল। একেবারে ইছামতীর রাজবাড়ি ঘাট থেকে দীঘা পর্যন্ত বাস পরিষেবা মিলবে। পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, টাকি থেকে সরকারি বাস চালু করার। প্রায় ২৫০ কিলোমিটার যাত্রাপথের ভাড়া ২০০ টাকা। সোমবার টাকি রাজবাড়ি ঘাট থেকে বাসরুটের সূচনা করেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল।