এবারের বাজেটে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের৷ দেশে আসতে চলেছে ডিজিটাল মুদ্রা৷ মঙ্গলবার বাজেট পেশের সময় এই ঘোষণা করেন অর্থমন্ত্রী৷ তিনি বলেন, ‘চলতি অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিজিটাল রুপি চালু করতে চলেছে৷’ নির্মলা জানিয়েছেন, নগদ টাকার উপর নির্ভরতা কমাতে সাহায্য করবে ডিজিটাল মুদ্রা৷ ক্রিপ্টোকারেন্সির মতো ব্লকচেন পদ্ধতিতে এই মুদ্রা লেনদেনের তথ্য রাখা হবে৷ ডিজিটাল কারেন্সি চালুর ব্যাপারে বেশ কয়েক বছর ধরেই ভাবনা চিন্তা করছিল কেন্দ্র৷ গতবছর সংসদে সরকার জানিয়েছিল, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি চালু করা যায় কি না সেটা দেখছে আরবিআই৷ কীভাবে ডিজিটাল মুদ্রার মাধ্যমে লেনদেন হবে ইত্যাদি নানা খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখে গত বছর অক্টোবরে আরবিআই একটি প্রস্তাব জমা দেয় কেন্দ্রকে৷ তাতে বলা হয়েছিল, ডিজিটাল নোটকে ব্যাঙ্ক নোটের সংজ্ঞাভুক্ত করতে ১৯৩৪ সালের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইন সংশোধন প্রয়োজন৷ তবে ডিজিটাল মুদ্রা আনলেই চলবে না৷ কেননা অনেক দেশে ডিজিটাল কারেন্সির উপর কোনও নিয়ন্ত্রণ সরকারের নেই৷ ডিজিটাল মুদ্রায় লেনদেনে অনেক ঝুঁকির ব্যাপার আছে৷ ফলে সব দিক ভেবে সতর্কতার সঙ্গে সরকার পা বাড়াতে চাইছিল৷